BRTA Driving License Check online Bangladesh - ড্রাইভিং লাইসেন্স চেক - Akhon Post - BRTA Driving License Check

আপনি অনলাইনে মাধ্যমে আপনার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা বিস্তারিত চেক করতে পারেন, অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের কপি পেতে পারেন এবং লাইসেন্স কি অবস্থায় আছে এবং স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়েছে কিনা তার বিস্তারিত জানতে পারবেন।

আপনি অনলাইনে মাধ্যমে আপনার বাংলাদেশ থেকে তৈরি করা ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারেন বা লাইসেন্সের তথ্য সঠিক কিনা তা পরীক্ষা করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স চেকিং ওয়েবসাইট আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স মুদ্রিত কিনা বা আপনার অন্য ড্রাইভিং লাইসেন্স বৈধ বা সঠিক কিনা তা পরীক্ষা করতে  পারবেন। কিভাবে সেটি করতে হয় তার বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

বিআরটিএ দ্বারা তৈরি ড্রাইভিং লাইসেন্স চেকিং ওয়েবসাইট হল “বিআরটিএ’র সেবা তথ্য সম্ভার” যা আপনি গুগল সাইট থেকে আপনার স্মার্টফোনে যে কোন ব্রাউজার ব্যবহার করে ব্রাউজিং করতে পারবেন। 


✳️কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন


বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স চেক করতে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন তবে আমি সাজেস্ট করবো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার টি ওপেন করেন আর যদি ক্রোম ব্রাউজার টি আপনার ফোনে ইন্সটল করা না থাকে সে ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজার টি ইন্সটল করে নিতে পারেন। 


✳️আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন


প্রথমে আপনি আপনার স্মার্টফোনের Chrome ব্রাউজারটি ওপেন করে নিবেন, তারপরে একটি নিউ ট্যাব নিয়ে নিবেন,সার্চ বারে যেয়ে টাইপ করবেন my.brta.gov.bd/dl_status.php নিচের ছবিতে দেখানো হয়েছে।

অথবা এখানে ক্লিক করে সরাসরি আপনি ড্রাইভিং লাইসেন্স চেকিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি পেজ আপনার সামনে ওপেন হবে।

আপনি DL Ref No. একটি খালি ঘর পাবেন, যেখানে আপনাকে আপনার DL Ref No.নাম্বারটি বসাতে হবে, বসানো শেষ হলে তার নিচে দেখুন Date of Birth - সেখানে আপনার জন্ম সাল টি বসিয়ে দিন, বসানো কমপ্লিট হলে নিচের Submit এর উপরে ক্লিক করুন।  তখন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস নিচের ছবির মত শো করবে। যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড আসল নাকি নকল অথবা আপনি যদি এ-স্মার্ট কার্ডটি সংগ্রহ করে না থাকেন তাহলে এটার মাধ্যমে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড টি কোথায় কিভাবে আছে এবং তখন আপনি সেই ভাবে সংগ্রহ করতে পারবেন।


✳️টিপস

  • সড়কে মোটরযান চলানোর জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সাথে রাখতে হবেঃ
  • চালকের ড্রাইভিং লাইসেন্স,
  • মোটরযানের নিবন্ধন সনদ (ব্লুবুক),
  • হালনাগাদ ট্যাক্সটোকেন,
  • হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের),
  • হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),
  1. আরো পড়ুনঃ বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন এবং ঘরে বসেই আপনার ট্যাক্স টোকেন গ্রহণ করুন।
  2. আরো পড়ুনঃ বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্নব্যাংক ও সকল পরীক্ষার রেজাল্ট চেক করুন অনলাইনে
  3. আরো পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২
  4. আরো পড়ুনঃ মোবাইল নেটওয়ার্ক ৪ জি থেকে ২ জি হওয়ার কারন জেনে নিন 

✳️ড্রাইভিং লাইসেন্স চেকিং ওয়েবসাইট “বিআরটিএ’র সেবা তথ্য সম্ভার” থেকে আপনি যে সকল তথ্য পাবেন


✳️মােটরযান সংক্রান্ত সেবা

  • মােটরযান নিবন্ধন মালিকানা বদলী
  • ফিটনেস নবায়ন
  • ট্যাক্স টোকেন নবায়ন
  • রুট পারমিট ইস্যু ও নবায়ন
  • ইঞ্জিন পরিবর্তন
  • রং পরিবর্তন
  • তথ্য সংশােধন
  • টায়ারের প্রস্থ সংশােধন
  • স্থানান্তর/এনডাের্সমেন্ট
  • প্রতিলিপি
  • ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • রেট্রোরিফ্লেকটিভ নাম্বার প্লেট

✳️লাইসেন্স সংক্রান্ত সেবা

  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু
  • ড্রাইভিং লাইসেন্স নবায়ন
  • ড্রাইভিং লাইসেন্স সংশােধন
  • লাইসেন্সের ধরণ পরিবর্তন
  • লাইসেন্সে মােটরযানের শ্রেণী সংযােজন স্থানান্তর/এনডাের্সমেন্ট
  • ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি
  • ইন্সট্রাক্টর লাইসেন্স
  • কন্ডাক্টর লাইসেন্স

✳️বিভিন্ন ফি

  • মােটরযান সংক্রান্ত মােটরযান নিবন্ধন ফি
  • ফিটনেস নবায়ন ফি ট্যাক্সটোকেন নবায়ন ফি
  • বাৎসরিক অনুমিত আয়কর
  • মালিকানা বদলী ফি
  • পরিবর্তন/ তথ্য সংশােধন ফি রুট পারমিট ইস্যু ও নবায়ন ফি
  • ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত।

✳️বিভিন্ন অনুমােদন

  • সাধারণ প্রশ্নোত্তর
  • মােটর ড্রাইভিং ট্রেনিং স্কুল 
  • সিকেডি অনুমােদন 
  • মােটরযানের টাইপ অনুমােদন
আমরা আশা করি আপনি অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন সাইট উপভোগ করবেন। অনলাইন ভিত্তিক বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সম্পর্কে নিয়মিত তথ্য পেতে www.akhonpost.com ভিজিট করুন।

আমি একজন ডিজিটাল মার্কেটিং পেশাদার ব্লগার। www.akhonpost.com আমার একটি ব্লগ সাইট। এই ব্লগে, আমি বিভিন্ন সরকারি ই-পরিষেবা এবং ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য শেয়ার করি।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form